নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার সাইফুর রহমানকে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মানবজীবন পত্রিকার পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউপি মেম্বার হিসেবে এওয়ার্ড-২০১৫ প্রদান করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিকালে ঢাকার পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে এক অনুষ্টানের মাধ্যমে উক্ত এওয়ার্ড প্রদান করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে শিশু ও নারী নির্যাতন বন্ধে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবি বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও সংবিধানবিশেষজ্ঞ এড. জাহাঙ্গীর আলম খানঁ।
পরে প্রধান অতিথি উপজেলার বাউসা ইউপি সদস্য সাইফুর রহমানকে শ্রেষ্ঠ ইউপি মেম্বার এওয়ার্ড-১৫ এবং সম্মাননা পত্র প্রদান করেন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় মেম্বার সাইফুর রহমান বলেন, এ কৃতিত্ব তার একার নয়, এটা ওয়ার্ড এবং ইউনিয়ন বাসীর। তিনি এ জন্য ৭নং ওয়ার্ডবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।