নিজস্ব প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে ত্র“টিপূর্ণ ২১টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চেক পোস্ট বসিয়ে ত্র“টিপূর্ণ ট্রাক্টর, টমটম, সিএনজি অটোরিক্সা, ট্রলি, টেম্পোর বিরুদ্ধে মামলাগুলো দেয়া হয়। এ সময় থানার এসআই আতিকুল আলম খন্দকার, মোখলেছুর রহমানসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন- ত্র“টিপূর্ণ গাড়ির বিরুদ্ধে মামলা অব্যাহত রয়েছে।