বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার গোল চত্বর এলাকায় ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবুল কালাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ গোল চত্বর এলাকায় সিলেটগামী গরু বোঝাই একটি ট্রাক বালু বোঝাই একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরে থাকা শ্রমিক কালাম নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।