নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রায়ই কোন না কোন স্থান কিংবা বাসা বাড়ি থেকে চোররা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে। টার্গেট হিসেবে সদর হাসপাতাল, কোর্ট প্রাঙ্গন, উপজেলা পরিষদসহ শপিংমলের মার্কেটগুলো। চোরদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এই চক্রটি মাষ্টার চাবি দিয়ে বিভিন্ন মোটর সাইকেল সহজেই নিয়ে যেতে পারে। আশেপাশের লোকজন দেখলেও বুঝতে পারেন না, মালিক নাকি চোর। গত ১ সপ্তাহে এসব এলাকা থেকে বেশ কটি মোটর সাইকেল চুরি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর হাসপাতালের ইমাজেন্সির সামন থেকে হিরো ফ্যাশন প্রুপ ১০০ সিসি মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাবার সময় রিপন মিয়া ওরফে রাজন (২৫) নামে ওই চক্রের এক সদস্যকে মোটর সাইকেলের মালিকসহ স্থানীয় লোকজন হাতে নাতে ধরে। পরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়।
সে রিচি ইশানকোনা গ্রামের আরব আলীর পুত্র। মোটর সাইকেলের মালিক চুনারুঘাট উপজেলার বরাইল গ্রামের ব্যবসায়ী ফরহাদ মিয়া উল্লেখিতস্থানে রেখে তার এক রোগী আত্মীয়কে দেখতে হাসপাতালের ভেতরে যান। পরে মোটর সাইকেলটি নিয়ে যাবার সময় তাকে ধরে ফেলেন। রিপন সম্প্রতি একটি পালসার মোটর সাইকেলসহ কোর্ট স্টেশন এলাকা থেকে আটক হয়। পরে কাগজপত্র নিয়ে আসার কথা বলে সে পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় তার দলে অনেকেই রয়েছে। কিন্তু আমরা ধরা পড়লেও রাঘব বোয়ালগুলো থেকে যায় ধরাছোয়ার বাইরে।