ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ৭টার দিকে লন্ডনে পৌঁছেছেন। হিথ্রো বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। হিথ্রো বিমানবন্দরের সোফিটেল হোটেলে সাময়িক বিরতিতে তিনি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিমানবন্দরে বড় ছেলে তারেক রহমান ফুল দিয়ে মাকে শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর মা-ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ছোট ছেলের মৃত্যুর বড় ছেলের সঙ্গে তার এটাই প্রথম সাক্ষাৎ। চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের এ সফরে খালেদা জিয়া সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে উঠেছেন। নাতনি জাইমা রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও ছেলে তারেক রহমানও এই হোটেলেই থাকবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।
দু’একদিন বিশ্রামের পর খালেদা জিয়ার চোখের ও হাঁটুর চিকিৎসা শুরু হবে বলে সূত্র জানায়।
ব্যক্তিগত চিকিৎসা ও পারিবারিক বলা হলেও বেগম খালেদা জিয়ার এই সফর বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে সরকার বিরোধী আন্দোলন, নিজ দলের মধ্যে অস্থিরতা নিরসন এবং সরকারের মামলা-নিপীড়নের বিষয়ে বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান সুনির্দিষ্ট নীতি ও কৌশল নির্ধারণ করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
সর্বশেষ ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবে ওমরাহ পালনের সময় মা-ছেলের সাক্ষাৎ হয়।
চেয়ারপারসনের সফরে যুক্তরাজ্যের বিএনপিও উজ্জীবিত। নেত্রীকে স্বাগত জানাতে বুধবার ভোরে হিথ্রো বিমানবন্দরে জড়ো হয়েছিল কয়েকশ নেতাকর্মী। বিমানবন্দরের লবি থেকে বেরিয়ে ছেলে তারেক রহমান গাড়ি চালিয়ে মাকে হোটেলে নিয়ে যান। বিমানবন্দরের গেটের দুই পাশে দাঁড়িয়ে নেত্রীকে ফুল ছিটিয়ে, স্লোগান দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রধানমন্ত্রীর সাবেক সহকারি প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সাবেক ছাত্রনেতা নসরুল্লাহ খান জুনায়েদ, ব্যারিস্টার তারেক বিন আজিজ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আখতার হোসেন, লুৎফর রহমান, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, তাজ উদ্দিন, শামসুর রহমান মাহতাব, দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমএ সালাম প্রমুখ।
এদিকে, ব্যক্তিগত এ সফরে বেগম খালেদা জিয়া দুই সপ্তাহ লন্ডনে থাকবেন। চিকিৎসার পাশাপাশি তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আসন্ন ঈদুল আজহাও তিনি এখানে করবেন। এটাই হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে প্রথম ঈদ।