বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের বিভিন্ন চা বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। বৃন্দাবন চা বাগান, ফিনলে টি, দ্বারাগাও টি এটেষ্ট, আমতলি চা বাগান সহ বিভিন্ন চা বাগানে এ কর্মসূচি পালিত হয়। সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত সম্পাদন করার দাবিতে সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে এ প্রাতীকী কর্মবিরতি।
সরেজমিনে কয়েকটি চা বাগান ঘুরে দেখা গেছে, শত শত শ্রমিক কর্মবিরতি পালনকালে পাতা উত্তোলনের বিভিন্ন সামগ্রী নিয়ে একত্রিত হন। শ্রমিকরা তাদের দাবির সমর্থনে স্লোগান দেন।
ইতোপূর্বে সম্পাদিত দুই বছরের চুক্তির সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রানের বিষয়টি রেখে নতুন করে চুক্তি সম্পাদনের দাবি জানাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের এ দাবি নিয়ে চা বাগানের মালিকপক্ষের সঙ্গে তাদের ইতোমধ্যে মোট ১২টি সভা হলেও চুক্তি হয়নি। এখন সেটি দ্রুত সম্পাদনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবেই এ কর্মবিরতি কর্মসূচি দেওয়া হয়।
বৃন্দাবন চা বাগানের নারী শ্রমিক ময়না হাজরা, গীতা ভূমিজ ও আসিয়া বেগম বলেন, ‘হামাদের চুক্তি বাস্তবায়ন করতে হবেক’।