বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাস্ট। গতকাল শনিবার বিকেল ৩টায় ধর্মদা জাগরন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ আর্থিক সহায়তা দেয়া হয়। রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাবেক) তজম্মুল আলী’র সভাপতিত্বে ও শিক্ষানুরাগী শহিদুল ইসলাম সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবদুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, জিএমজি এয়ারকার্গোর ম্যানেজিং ডিরেক্টর জালাল আহমদ, ব্যবসায়ী হাফিজ খলিলুর রহমান, শিক্ষানুরাগী আবদুস শফি জাহেদ, জামাল আহমদ, ইব্রাহিম লোদি, আবদুল হক, হাসানুজ্জামান, আলী আফসর চৌধুরী, ডা. আফতাব আলী, নাজমুন্নাহার প্রমূখ। সভা শেষে উপজেলার ধর্মদা, তাতিকোনা, মোহাম্মদপুর ও সাধু গ্রামের ৪০টি পরিবারে নগদ অর্থ বিতরন করা হয়।