হামিদুর রহমান, মাধবপুর থেকেঃ
হবিগঞ্জের মাধবপুরে র্যাব ও প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্বা সত্ত্বর এলাকায় মহাসড়কে অবৈধভাবে চলাচল করায় কয়েকটি সিএনজি অটো-রিক্সা ও ফিটনেসবিহীন কয়েকটি গাড়ি সহ মোট ১৫ টি যানবাহনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে।র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আজিজুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল ও মাধবপুরের সহকারি কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের লোকজন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম জানান শুনেছি মাধবপুরের বিভিন্ন সড়কে গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে সিএনজি অটো-রিক্সা সহ বিভিন্ন যানবাহনের চালকরা চাপ সৃষ্টি করে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধেও কটোর ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।