বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন চিল্ড্রেন কাউন্সিল গঠন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ইউনিয়ন চিল্ড্রেন কাউন্সিল গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
প্রধান অতিথি ছিলেন ইউনিসেফ প্রতিনিধি খন্দকার লুৎফুর খালেদ।
বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ও আজমিরীগঞ্জ সদর ইউ.পি চেয়ারম্যান মোঃ ইসমাইল মিয়া, প্রধান শিক্ষক নাদির বখত সুহেলী, জেলা এলসিবিসিই অফিসার বিশ্বজিত দত্ত, বানিয়াচঙ্গ উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, সমাজসেবক ইত্তেফাক হোসাইন লুপিন।
ইউনিয়ন চিল্ড্রেন কাউন্সিল গঠন কালে শিশুদের নিয়ে ৯টি ওয়ার্ড থেকে ১জন ছেলে ও ১জন মেয়ে নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ইউনিয়নের এল আর সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচঙ্গ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডা: ইলিয়াছ একাডেমী, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও শরীফখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে।