নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে ৩ বোতল ক্ষিদেশী বিয়ারসহ আক্তার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আজিজুল হক সরকারের নেতৃত্বে র্যাবের একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী আক্তার হোসেন বি বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামারমোড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র।
গ্রেফতারের পর তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।