বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কুখ্যাত ডাকাত সর্দার অানোয়ার অালী (৩৫) কে গ্রেফতার করেছে কামাইছড়া ফাড়ি পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কামাইছড়া পুলিশ ফাড়ি ইনচার্জ এ এস অাই বাশীর অাহমেদের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ির সামনে কেরাম বোর্ড খেলা থেকে গ্রেফতার করে।সে উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের মো: ছাবু মিয়ার পুত্র ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পি পি এম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অানোয়ার অালীকে অনেক দিন যাবৎ পুলিশ খুঁজছে, তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষনসহ ৯টি মামলার প্রেফতারী পরোয়ানা রয়েছে।