বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিট মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অারজু মিয়ার বিদায় সংবধর্না অনুষ্টানে সভাপতিত্ব করেন স্কুল গভর্নিং বডির সভাপতি অাব্দুস ছালাম।
সভাপত্বিতে অনুষ্টানে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি অাকাদ্দছ মিয়া বাবুল, শ্রমিক নেতা অাসকার অালী, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, অাব্দুল মতিন, মিন্টু দেব, মীর মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মডেল প্রেস ক্লাব সেক্রেটারী এম শামসুদ্দিন প্রমূখ।