নিজস্ব প্রতিনিধি : সাধারণ বীমা কর্পোরেশনে হবিগঞ্জের কৃতিসন্তান শ্রদ্ধেয় ম. রফিকুর রহমান, ৬৯ বছর বয়স পুর্তির মাধ্যমে অবসর গ্রহন হবিগঞ্জের কৃতি সন্তান সাধারণ বীমা কর্পোরেশনের ০২ বারের সভাপতি ও নয় বারের জেনারেল সেক্রেটারী নেতা ম. রফিকুল ইসলাম আজ ৬৯ বছরে অবসর গ্রহন করেন।
তিনি হবিগঞ্জ তথা সমগ্র বাংলাদেশের মানুষের অত্যান্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। সাধারণ বীমা কর্পোরেশনের জন্মলগ্ন থেকেই তিনি কর্পোরেশনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে
জড়িতি ছিলেন। তিনি কর্পোরেশনের সকল প্রকার রি-ফরমেশন ও তৈরি করেছেন। এছাড়াও তিনি কর্পোরেশনের পেনশন চালুকরণ, সরকারী ব্যবসা ধরে রাখা,
অস্থায়ীদের নিয়মিতকরণসহ উল্লেখযোগ্য সকল পজেটিভ কাজই তাঁর হাত দিয়ে সম্পন্ন হয়েছে। ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে তাঁর বর্ণাঢ্য ইর্ষণীয় এক অধ্যায় রয়েছে, যা
কর্পোরেশনে ইতিহাস হয়ে থাকবে। তিনি একাধারে নয় বারের জেনারেল সেক্রেটারী ও দুই বারের সভাপতি। ট্রেড ইউনিয়ন পর্যায়ে এতবার কেউ নির্বাচিত হওয়ার ঘটনাও খুবই বিরল, তাও আঞ্চলিকতার জোয়ারের মধ্যে তিনি সংখ্যালঘু সিলেট অঞ্চলের অধিবাসি হওয়ায় বিষয়টি যে কাউকেই হতবাক করে দেয়ার জন্য যথেষ্ট।
এ সবই হয়েছেতাঁর কর্মনিষ্টা, সততা, নেতৃত্বগুন, আপোষহীনতা ও সাহসিকতার জন্য। আজ সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষ হতে তাকে সর্ম্মাননা স্বারক সহ বিভিন্নি পুরস্কারে অলংকিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের কর্মকর্তা এ এফ এম. সিরাজুল ইসলাম শামীমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন আমাদের সবার প্রিয় এই মনুষটি যত দুরেই থাকেন না কেন কর্পোরেশনের সর্বস্থরের কর্মকর্তা-কর্মচারীর মনে কিংবদন্তী হয়ে বেচে থাকবেন, যত দিন কর্পোরেশন থাকবে, যতদিন রফিক ভাই সবার মনের মনি কোঠায় থাকবে। ম. রফিকুর রহমানের বাড়ী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা (ভবানীপুর) গ্রামে ।