চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রচন্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন ভুইয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম ওই গ্রামের রজব আলীর ভুইয়ার পুত্র।
এলাকাবাসিরা জানান ,প্রতিদিনের ন্যায় জসিম রেমা সীমান্তের ময়নাবিল নামকস্থানে লেবু বাগানে কাজ করতে যায়। হঠাৎ সে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বাগানে কর্মরত অন্যান্য শ্রমিকরা জসিমকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সদা হাসি-খুশি জসিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
নিহতের পিতা রজব আলী নিহতের বিষয়টি সেলফোনে আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন।