বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত¦র হতে র্যালী শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক এর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. আনোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজার মো. ফজলুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।