বদরুল আলম চৌধুরী।।
নবীগঞ্জের সালামত পুরে ব্র্যাক মানবাধিকার ও আইন সচেতনতা সভা গতকাল মঙ্গল বার সকাল ১১টায় অনুষ্টিত হয়েছে। ব্র্যাক সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় গোলাম মোস্তফা সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া’র পরিচালনায়,এতে আমন্তিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মাহবুব অাহমদ বলেন অামরা প্রত্যকেই অাইনের প্রতি শ্রদ্ধারেখে চলতে হবে। বাল্য বিবাহ রোধ করতে হলে, সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। সেদিকে ইউ/পি চোয়ারম্যানদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন যাতে করে উনারা টাকার বিনীময়ে নাবালিক বালিকাদের জন্মনিন্ধনে বয়েসের নয়/ছয় না করেন,তাহলে কিছুটা সহায়ক হবে বাল্য বিবাহরোধে। এতে বিশেষ অামন্তিত হিসেবে রাখেন নবীগঞ্জ উপজেলা মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি শাহরিয়াজ নাদির সুমন বলেন, সমাজে বাল্য বিবাহের কারনে সৃষ্টি হচ্ছে বিবাহ বিচ্ছেদ । যার মূখ্য কারন হল বাল বিবাহ প্রথা। এতে অনন্যদের বক্তব্য রাখেন মিলিনিয়াম টিভির ও দৈনিক হবিগঞ্জ সময়ের স্টাফ রিপোটার এমদাদুল হক,১০নং ইউ/পি মহিলা সদস্য রুবি বেগম,বাগাউরা উচ্চ বিদ্যালয়েরর সহকারী শিক্ষক কাজল চন্দ্র দাশ প্রমুখ । অুষ্টানের শুরুতে পবিত্র কোরঅান থেকে তেলায়েত করেন মো:হাবিবুর রহমান, গীতা পাঠকরেন রূপায়ন চক্রবত্তী। সারবিক সহযোগীতা করেন মো: শফিকুল ইসলাম।,এল.এ ব্র্যাক নবীগঞ্জ।