আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীর কোর্ট বাজার সংলগ্ন এলাকা থেকে দিবালোকে রাস্তার পাশের সরকারি গাছ কাটার সময় পুলিশ হাতে নাতে ধরে আটক করেছে ৬ দুর্বৃত্তকে।
এলাকা বাসি সূত্রে যায়,৮সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে সংখ করাত সহ একদল দুর্বৃত্ত এসে রাস্তার পাশের বহু বছরের পুরণো গাছ গুলো কাটতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই কয়েকটি গাছ কেটে ফেলে।
ব্যাপারটি এলাকার লোকজনদের কেউ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠান এবং স্থানীয় চেয়ারম্যানকে অবগত করে নিজেও ঘটনা স্থলে উপস্তিত হন।
এ সময় গাছ কাটারত অবস্থায় শংখ করাত সহ ৬জনকে আটক করে থানায় নিয়ে যান এস আই সুদিব বড়ুয়া।
কাটা গাছ গুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দুলাল ভুঁইয়া।
উল্লেখ্য,চুনারুঘাট বাল্লা সড়কের গাছ চুরি বন্ধ করার দাবী জানিয়ে কিছুদিন আগে এক বিশাল মানব বন্ধন হয়েছে।