বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে নেমে আসা পানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্মাঞ্চল ও আমন ধান তলিয়ে গেছে। এমন কবর পেয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি তলিয়ে যাওয়া আমন ধানের কৃষকদের খোঁজ খবর নেন।
তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রাম ও অলংকারি ইউনিয়নের বড়খান্দি হাওর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার অলংকারি পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, তরুণ সংগঠক শামিমুর রহমান রাসেল।