মোঃ রহমত আলী ॥ বাংলাদেশের গ্রামীন অবকাঠামো উন্নয়নের রূপকার এলজিইডি প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী, সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকির সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বানিয়াচং উপজেলা সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে ১সেপ্টেম্বর বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুক্তিযোদ্ধা কামুরল ইসলাম সিদ্দিকির আতœার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক মুশতাক আহমদ সিএ, উপজেলা এলজিইডি এর সহকারী প্রকৌশলী বাহাদুর আলম তালুকদার, উপসহকারী প্রকৌশলী যূশু কুমার রায়, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়া, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী ও নেছার উদ্দিন, টিসি বুলবুল ধর প্রমুখ।
সভার সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বাংলাদেশের গ্রামীন অবকাঠামো উন্নয়নের রূপকার মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকির উদ্ভাবিত বিভিন্ন পরিকল্পনার বর্ননা করেন। তিনি ৪নং বানিয়াচঙ্গ ইউ.িপ কমপ্লেক্স নির্মানে কামরুল ইসলাম সিদ্দিকির অবদানের স্মৃতি চারণ করে বলেন বাংলাদেশ হারালো একজন সপ্নীল গ্রামীন সপ্নদ্রষ্টা।