মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের নবীগঞ্জে স্ত্রীকে পড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের জানায়।
জানাজযায়, নবীগঞ্জ উপজেলার ছিট ফরিদপুর গ্রামে পরকীয়ার জেরে রুমানা (২২) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী নানু মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নানু সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সম্মানপুর গ্রামের ছালিম মিয়ার ছেলে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
তিনি জানান, গ্রেফতার নানু মিয়া ২৭ আগস্ট রাতে নবীগঞ্জের ছিট ফরিদপুর গ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রী রুমানার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
বর্তমানে রুমানা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় রুমানার বাবা আব্দুর রহিম বাদী হয়ে ২৮ আগস্ট নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২৯ আগস্ট প্রধান আসামি নানুর মা মায়া বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নবীগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৩১ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শেরপুর পয়েন্ট থেকে নানু মিয়াকে গ্রেফতার করে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, গৃহবধূ রুমানার বাবা আব্দুর রহিমের অভিযোগ, নানু মিয়া তার মেয়ে রুমানাকে যৌতুকের টাকার জন্য প্রায়ই নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে রুমানা দেড় বছর আগে বাবার বাড়িতে চলে আসেন। বর্তমানে রুমানা এক সন্তানের জননী।
যৌতুকের টাকা না দেওয়ায় নানু ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারের পর নানু মিয়া পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্বীকারোক্তিতে নানু মিয়া জানায়, রুমানার এক খালাতো ভাইয়ের সঙ্গে তার পরকীয়া ছিল।
২৭ আগস্ট রাতেও রুমানা মোবাইল ফোনে পরকীয়া প্রেমিকের সঙ্গে কথাবার্তা বলতে থাকেন। এ ঘটনা টের পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে রুমানার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজিদুর রহমান ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ও জেলার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়া এবং স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।