বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মহাশয়ের বাজার থেকে ৪ জুয়ারীকে আটক করেছে কামাইছড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।
মঙ্গলবার বেলা ১টার দিকে মহাশয়ের বাজারের পোষ্ট অফিসের পিছন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতে নাতে আটক করে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল বাছিত।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মহাশয়ের বাজার এলাকায় জুয়ার আসর চলছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নোয়াগাও গ্রামের বয়স্কভাতাপ্রাপ্ত মনাফ মিয়া (৬০), ছমদ মিয়া (৬২), মনাফ ওরফে মইন্না (৬৫), আকল আলী (৩৫) কে আটক করে পুলিশ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হয়েছে তবে এখন পর্যন্ত থানায় পৌছেনি।