মোঃ রহমত আলী ॥ জলবায়ুর পরিবর্তনে অতি বৃষ্টি আর অনা বৃষ্টির ফাঁদে কৃষি খামার হুমখির মুখে। আকস্মিক মূষলধারা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে নিচুঁ জমির খাদ্য শস্য ধান ও শাকসবজি তলিয়ে গেছে।ফলে হতাশা হয়ে পরেড়ছে কৃষক।
চলতি মওসৌমে রোপা আমন ধান কৃষক মাঠে রোপন কাজ এখনো সম্পন্ন হয় না। সদ্য রোপন করা রোপা আমনের ধানের জমি তলিয়ে যাওয়ায় হতাশা হয়ে পরেছেন দরিদ্র ও প্রান্তিক চাষীরা। তাছাড়া স্থানীয় ভাবে কৃষক বিভিন্ন আগাম জাতের শাক সবজি আবাদ করেন। কিন্তু মূষলধারা বৃষ্টিতে বিনষ্ট হয়ে গেছে শিশুকালীন সবজির মাঠ ।
হবিগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হক জানান, জলবায়ুর পরিবর্তনের ফলে অতি বৃষ্টি ও অনাবৃষ্টিহচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ফসল। পরিবর্তিত জলবায়ু মুখাবেলা সহনীয় জাতের ফসল আবাদ করার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের।
কৃষি বিভাগ জানায়, জেলায় জেলায় ৬৫ হাজার হেক্টরেরবেশি জায়গা রোপা আমন ধান আবাদ কাজ শেষের দিকে।প্রায় ৪ হাজার হেক্টর জমিতে শাকসবজি আবাদ করেছে কৃষক। সূত্র জানায়, শিশু বয়সে শাকসবজি অতি বৃষ্টিতে পচন ধরে নষ্ট হয়ে যায়। হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের কৃষক মোঃ ফরিদ মিয়া জানান, আগাম শাকসবজি চাষ করলে খরচ বেশি করতে হয় যেমন তেমনি অধিক মূল্য পাওয়া যায়। কিন্তু বৃষ্টিতে ক্ষতি হলে তা কাটিয়ে উঠা যায় না। তিনি বলেন তার আধা বিঘা জমিতে ডাটা ও লাল শাক বুনে ছিলেন ১৫ দিন আগে।
জমির শাক আর ১৫ দিন পরে বিক্রি করতে পারতাম কিন্তু বেশি বৃষ্টি হয়ায় এগুলি নষ্ট হয়েগেছে। তেঘরিয়া গ্রামের কৃষক মোঃ জহুর আলী অনুরুপ কথা জানান। পইল গ্রামের কৃষক মোঃ আব্দুর রউফ জানান, সদ্য রোপনকৃত ৩ বিঘা রোপা আমন ধানের জমি তার বৃষ্টির পানির নিচে তলিয়ে যায়।