বিশ্বনাথ প্রতিনিধি ঃ
বৃটেনের কিথলী টাউন সিটির নব-নির্বাচিত কাউন্সিলর সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান নেছার আলীর সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ উপজেলা জাময়াত-শিবিরের নেতৃবৃন্দ।
গতকাল রবিবার সকালে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ.এম.আখতার ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর নেছার আলী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, উপজেলা জাময়াতের নায়েবে আমীর ইমাদউদ্দিন, নিজামউদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহিনুল ইসলাম শাহিন, ছাত্র শিবির বিশ্বনাথ থানা পূর্ব শাখার সভাপতি মোজাম্মেল আলী, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুন নুর, এখলাছুর রহমান, আব্দুল আলী, আলিমউদ্দিন, মঈনউদ্দিন, শিবির বিশ্বনাথ থানা পশ্চিম শাখার সেক্রেটারী হাফিজ শহিদুল্লাহ, শিবির নেতা মোছন আলী, কামরুল ইসলাম প্রমূখ।