হামিদুর রহমান,মাধবপুর থেকে-মাধবপুর উপজেলার বিজয়নগর এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডাও গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান,শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামে অভিযান চালিয়ে চোরকারবারীদের ধাওয়া দিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ( অফিসার চয়েজ) উদ্ধার করে।
বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত মদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১লক্ষ ৫০ হাজার টাকা।