এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদি আরবে হঠাৎ করেই মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে গেছে। গত সাত দিনে ১৭ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সপ্তাহে রিয়াদে একটি হাসপাতালে জরুরি বিভাগের স্বাস্থ্য কর্মীরা মার্স ভাইরাসে আক্রান্ত হলে তা বন্ধ করে দেয়া হয়। খবর: বিবিসি
চলতি হজ্ব মৌসুমে প্রায় ২০ লাখের মতো মানুষ সৌদি আরব যাবেন বলে ধারনা করা হচ্ছে। হাজীদের স্বাস্থ্য ঝুঁকির আশংকা করছেন খোদ সৌদি সরকার। আর সে কারণে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে সৌদি কর্তৃপক্ষ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, উট থেকে মানুষে ছড়ানো এই অসুখটি এখন মানুষ থেকে মানুষেও ছড়ায়। তাই চলতি বছর উট কুরবানি নিষিদ্ধ করেছে সৌদি আরব।
মিডল ইস্টার্ন রেসপারেটরি সিন্ড্রোম নামের এই অসুখটিতে ফুসফুসে প্রদাহ হয়। এর লক্ষণ হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অসুখটি হাঁচি বা কাশিতে ছড়াতে পারে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন।