ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরের তিতাস সেতুর মেরামত কাজ সম্পন্ন করে প্রায় ২১ ঘণ্টা পর সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার ভোর রাত ৩টার দিকে মেরামত করা সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।
সেতু মেরামত শেষে শুক্রবার রাত ১২টায় যানচলাচল স্বাভাবিক করার কথা থাকলেও তা বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্রাচার্য জানান, শুক্রবার সকাল ৬টা থেকে সেতুর মেরামত কাজ শুরু করে রাত ১২টার মধ্যে শেষ করার কথা আগে থেকে জানিয়ে দেয়া হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম এর আগেই মেরামত কাজ শেষ করে যানচলাচল স্বাভাবিক করা যাবে। কিন্তু রাত ১০টার দিকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এতে সেতুতে মেরামত কাজে বিঘ্ন সৃষ্টি হয়। বৃষ্টি শেষ হওয়ার পর থেকে পুরোদমে কাজ শুরু করে আমাদের লোকজন। পরে শনিবার রাত তিনটার দিকে মেরামত কাজ শেষ করে সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।