মাধবপুর থেকে সংবাদদাতা ॥ হবিগঞ্জের মাধবপুরে একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২টি পরিবারের ৪টি বসত ঘর পুড়ে প্রায় ৬লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সুন্দাদীল গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে ঐ গ্রামের নিয়াজ উদ্দিনের (৭০) ২টি বসত ঘর ও সানুমিয়া (৩৫) এর ২টি ঘর পুরে বস্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে আসলেও রাস্তা না থাকায় ঘটনা স্থলে পৌছাতে পারেনি। তবে কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলো নিশ্চিত করতে পারেনি।
অগ্নিকান্ডের ঘটনায় নিয়াজ উদ্দিনের নগদ ৫০ হাজার টাকা,৩৫ মন ধান,৬ মন চাউল, অন্যান্য মালামাল ও ঘর সহ প্রায় ৪লক্ষ টাকা ও সানু মিয়ার নগদ ৪০ হাজার টাকা,৩০ মন ধান, ৩ মন চাল,অন্যান্য মালামাল ও ঘর সহ প্রায় ২লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।