হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক যুবক বিষপান করে আত্নহত্যা করেছে।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের শ্রীকান্ত দাসের পুত্র সমজিত দাস (২৩) গত বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে ঝগড়া করে মধ্যরাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়।
পুলিশ লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।