মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীতে নৌকাডুবে ফিরোজা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মাধবপুর মাছ বাজার এলাকায় সোনাই নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুরের নুর মিয়ার স্ত্রী।
আহতরা হলেন, মন্নাফ (৬০), নেকজান (৫০), আনোয়ারা (৫০) ও অজ্ঞাত (৪০)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নৌকায় থাকা যাত্রী খলিলুর রহমান জানান, মাধবপুর থেকে আখাউড়া খরমপুর হযরত সৈয়দ গেছুদারাজ কল্লা শরীফ মাজারে যাবার পথে নৌকার পাটাতন ভেঙে নৌকায় পানি উঠে। মুহূর্তের মধ্যেই নৌকা সোনাই নদীর মাঝ নদীতে ডুবে যায়। কিছু যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও ফিরোজা বেগম পানিতে ডুবে যায়। এ সময় আহত হন কমপক্ষে ১০ জন।
ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।