এস এইচ টিটু,সৌদিআরব থেকে : সৌদিআরবে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র হজ্ব অনুষ্ঠানের চুড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ্ব যাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। পবিত্র হজ্বের মূল কার্যক্রম পরিচালিত হবে তাবু নগরী মিনাকে কেন্দ্র করে।
মিনায় হজ্বের চুড়ান্ত পর্যায়ে বিশ্বের লাখ লাখ মুসল্লি পবিত্র হজ্ব সম্পন্ন করার জন্য সমাবেত হবেন।আরাফাত ময়দান আর মোজদালিফায় এক রাত্রি যাপনের পর পুনরায় আবার মিনায় ফিরে আসবেন। হাজীরা এখানে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন। মাথার চুল কেটে ফেলবেন। গোসল করে গায়ের ইহরাম খুলে ফেলবেন।
মিনায় লাখ লাখ হাজীদের অবস্থানের জন্য বিশেষ ধরনের স্থায়ী তাবু তৈরী করে রাখা হয়েছে। তাবুর ভিতরে টয়লেট, খাওয়ার পানি গরমের জন্য এয়ারকন্ডিশনার সহ যাবতীয় সকল ব্যাবস্থা রয়েছে। মিনার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেন।
এখানে আছে হেলিকপ্টার টহলের ব্যবস্থাও। নিরাপত্তা সংস্থার হাজার হাজার লোকসহ বিভিন্ন সেবা সংস্থার প্রায় লক্ষাধিক লোক হজ্বের শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন।