বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধ আকমল হোসেন (৫৫) আহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় দৌলতপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী।
তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ছেলে জাকির হোসেন বলেন, স্থানীয় বাজার থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা দারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে পালিয়ে যায়। তবে কে বা কাহার তার বাবার ওপর হামলা করে তারা জানেননা বলে তিনি জানান।
বর্তমানে তার বাবা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জানিয়েছেন।