নিজস্ব প্রতিনিধি : এমপি কেয়া চৌধুরী বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এ মহান নেতার জন্ম না হলে বাংলাদেশ হতো না।
৭১ সালে এ নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর সেই মহান নেতাকে ঘাতকরা হত্যা করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু বাংলার মানুষ তা হতে দেয়নি। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। এ লক্ষ্যে নেত্রী কাজ করছেন। আর নেত্রীর নির্দেশে আমরা তৃণমূলের উন্নয়নে কাজ করছি।
তিনি বলেন- আমি সহজ সরল জীবন যাপন করতে লোভ-লালসা ত্যাগ করে বঙ্গবন্ধু সৈনিক হয়ে তৃণমূল জনগণের জীবনযাত্রার মানন্নোয়নে কাজ করছি।
তিনি আরো বলেন- আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে আমাকে পরিচালনা কমিটির সভাপতি করা হয়। শিক্ষার মান এগিয়ে নিতে আমি সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ কলেজে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। এর প্রমাণ আজ এ কলেজে সৌর বিদ্যুৎ, সীমান প্রাচীর, শহীদ মিনার নির্মাণকাজ উদ্বোধন ও কলেজের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত সংক্ষিপ্ত ফলক উন্মোচন করলাম।
সোমবার দিনভর হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত জাতির জনকের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা মিলাদ মাহফিল ও সৌর বিদ্যুৎ, সীমান প্রাচীর, শহীদ মিনার নির্মাণকাজ উদ্বোধন, কলেজের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত সংক্ষিপ্ত ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মো. ফজলুর রহমান চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র আর্টিস্ট ও সিনিয়র সাংবাদিক মাসুক হেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী।
বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা কমিটির জিতু মিয়া, আসকার আলী, জাহিদুল হক জিতু, সাবেক সদস্য ডা. আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফ উদ্দিন লিয়াকত, সহকারী অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ।