হবিগজ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর বড়বহুলা বাইপাস সড়ক থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে র্যাব ৯।
জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার সময় বড়বহুলাস্থ ঈদগাঁ বাইপাস সড়ক থেকে র্যাব ৯ এর ডিএডি আমিনুল ইসলাম এর নেতৃত্তে র্যাব এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় র্যাব এর উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা মদ রেখে পালিয়ে যায় তখন দুটি বস্থায় ৪৪ বোতল কেস্টল প্রাইড ও ৬ বোতল অফিসারস চয়েজ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ সদর থানায় হস্তান্তর করা হয়।