বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ২৬ বোতল ফেনসিডিলসহ এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘোষপাড়া লস্করপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার ঘোষপাড়া লস্করপুর গ্রামের মৃত আবু মিয়ার স্ত্রী রহিমা খাতুন ওরফে আঙ্গুরী বেগম (৫০) দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ লস্করপুরে অভিযান চালিয়ে রহিমা খাতুন ওরফে আঙ্গুরী বেগমকে গ্রেফতার করে। এ সময় তার শরীর থেকে ৬ বোতল ও বসতঘরের খাটের নিচ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।