চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক কাজী এম এ খালেক গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় সৌদি এয়ার লাইন্স এসবি ফ্লাইট নং- ৫৪৭২ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পবিত্র হজ্ববত পালনে সৌদি আরব গেছেন।
সময়ের স্বল্পতার কারণে একান্ত ইচ্ছা থাকা স্বত্ত্বেও তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সুধী ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করতে পারেননি বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি যেন পবিত্র হজ্বের প্রত্যেকটি আরকাম-আহকাম সুচারুভাবে আদায় করতে পারেন, সেজন্য তিনি মহান রাব্বুল আলামীনের নিকট সাহায্য প্রার্থনা করেছেন এবং সকলের কাছে বিনীত ভাবে দোয়া কামনা করেছেন।
তিনি আগামী ১ অক্টোবর বাংলাদেশে ফিরবেন (ইনশাল্লাহ্)।