মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বানিয়াচঙ্গে এলসিবিসিই এর উদ্যোগে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। ২০ আগস্ট সকাল ১১টার দিকে বানিয়াচঙ্গ মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান। এতে অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল হোসেন, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী। মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দ্র চন্দ এর পরিচালনায় অন্যান্যর মাঝে বক্তৃতা করেন, ইউ.পি সচিব জ্যোতির্ময় দাশ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভা শেষে দূর্যোগ প্রস্তুতি বিষয়ে রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও ইউনিসেফ চাইল্ড বেইজ সংগঠনের ১৮ জন তালিকাভূক্ত কিশোর-কিশোরীকে পুরস্কৃত করা হয়েছে।