হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুরে আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন (সচ্ছতায়) নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোাঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, থানার এস.আই মমিনুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাহাবউদ্দিন, মীর খুরশেদ আলম, খাইরুল হোসাইন মনু, সাবেক চেয়ারম্যান আন্দুর নূর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদ হোসেন প্রমূখ। সভায় মাদকের আগ্রাসন রোধে এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের প্রস্তাব গ্রহন করা হয়।