নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজস্ব খাতের আওতায়, হাওর অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থপনা প্রকল্পের আওতায় ও উন্মুক্ত জলাশয় বিল নার্সারী ও পোনা মাছ অবমুক্ত করণ প্রকল্প এর আওতায় গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের পুকুর হতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন জলাশয়ে, বেরী বিল, পিংলি বিল এবং কসবা ফেরী নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উক্ত অবমুক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার আশরাফ উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদুজ্জামান প্রমূখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।