নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ ও নবীগঞ্জ পুলিশের যৌথ পরিচালনায় ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জে আউশকান্দি, টুলপ্লাজা, জনতার বাজারসহ বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি, সৈয়দপুরসহ নানা স্থানে এবং গোপলার বাজার তদন্তের কেন্দ্রের ইনর্চাজ এসআই আরিফ উল্লার ও হবিগঞ্জের এসআই কৌশিকের নেতৃত্বে অপর একদল পুলিশ গোপলার বাজার থেকে পানিউন্দা পর্যন্ত অভিযান চালিয়ে সঠিক কাগজপত্র না থাকায় এবং সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে সড়কে যান চালানোর অপরাধে অনন্ত ১৭টি সিএনজি (অটোরিক্সা) আটক করা হয়েছে।
অভিযানের খবর পেয়ে অনেক গাড়ীই এ সময় লাপাত্তা হয়ে যায়। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।