বিনোদন ডেস্ক : বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ‘জালালের গল্প’। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি পতুর্গালের আভাস্কা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা নির্বাচিত হন মোশাররফ করিম। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় চলচ্চিত্রটি।
দীর্ঘদিনপর এ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি। এবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘জালালের গল্প’। জানা যায়, আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মোশাররফ ভক্তদের জন্য এও কম পাওয়া নয়।
উল্লেখ্য, মোশাররফ করিম প্রথম অভিনয় করেন তৌকির আহমেদের ‘জয়যাত্রা’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেন ‘রূপকথার গল্প’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ ছবিতে।
উল্লেখ্য, ছবিটিতে মোশাররফ কমির ছাড়াও অভিনয় করেছেন- তৌকীর আহমেদ, মৌসুমী হামিদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস। আর নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।