চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের উত্তর বড়জুষ গ্রামের মৃত ছুরত আলীর পুত্র সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে চুনারুঘাট থানার এস.আই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে নাসিমাবাদ চা বাগানের সিতার হাওর উত্তর টিলা নামক স্থান থেকে সোহেল মিয়ার লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সোহেলের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সোহেল মিয়া তার নিজ বাড়ী থেকে বেড়িয়ে যাওয়ার পর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করে আসছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।