লাখাই(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহ গ্রামের আলোচিত ডাবল হত্যা মামলার ৩১ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রবিবার দুপুরের হবিগঞ্জে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শামসাদ বেগমের আদালতে আসামী গণ হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন লাখাই উপজেলার চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম চৌধুরী আজাদ।
বাদী পক্ষে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দীন আহমেদ। উল্লেখ্য সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তেঘরিয়া, সিংহ গ্রাম, সুনেশ্বর, বুল্লাসহ ৮ গ্রামের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
এই মামলায় ফালান মিয়া সহ ৩২ জন আসামী রবিবার আদালতে হাজির হলে একজনের জামিন দিয়ে বাকী ৩১ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।