চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি :হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গাজীউর রহমান এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে আলোচনা সভা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র গাজীউর রহমান গাজী।
সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাষ্টারের সভাপতিত্বে ও মোস্তাক আহমদ তরফদার মাসুম ও খালেদুর রহমান খালেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, এডভোকেট শাহ কুতুব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ আওয়াল, যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক ইকবাল হোসেন, মাসুক আহমদ, সৈয়দ শরীফ আহমদ, আঃ জাহির দুলাল, আঃ আহাদ চৌধুরী লিটন, সমীরণ চক্রবর্তী, ইমামুল মজিদ জালাল, এডভোকেট মিজানুর রহমান, নজরুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল মোক্তাদির, শাহনাজ পারভিন, কমলা রানী, সাংবাদিক এস.এম সুলতান খান ও রায়হান আহমদ প্রমুখ।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক টাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদান করা হয় এবং অতিথিবৃন্দসহ স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, আগামী ২২ আগস্ট চুনারুঘাট মোস্তফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আসকর আলী শিক্ষা ট্রাষ্টের বৃত্তি প্রদান করা হবে।