হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শেষ হয়েছে। মঙ্গলবার জালাল স্টেডিয়ামে উভয় খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথমে শুরু হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এতে লাখাই উপজেলার তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে নবীগঞ্জের কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হবিগঞ্জ সদর উপজেলার পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে চুনারুঘাট উপজেলার টেকেরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিক সময়ে খেলাটি গোল শুন্য ড্র ছিল।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান।
উভয় টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলার চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করে।