হবিগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সহ-সভাপতি সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি প্রমূখ।
এ সময় বক্তাগণ অবিলম্বে বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। পরে জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।