নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী অসুস্থ আব্দুস শহীদ সাহিদ মিয়াকে দেখতে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী সিলেট নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে যান। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার আনমনু গ্রামের সাহিদ মিয়া হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরী ভিত্তিতে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে অসুস্থ সাহিদ মিয়াকে দেখতে গতকাল বুধবার বিকালে মেয়র উক্ত হাসাপাতালে গিয়ে তার খোজঁ খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ ও সাংবাদিক মতিউর রহমান মুন্না।