হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে বিজিবির হাতে আটক ২ মাদক পাচারকারীর প্রত্যেককে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম বুধবার দুপুরে তার কার্যালযে এ দন্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হল বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের সবুজ মিয়া(৩০) ও মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের বশির উদ্দিন (২৪) । ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মনতলা ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর- নোয়াহাটি রাস্তায় টহল দেওয়ার সময় কৃষ্ণপুর এলাকা থেকে বুধবার সকাল ৬টার দিকে একটি নম্বরবিহীন মোটর সাইকেল আটক করে।
চালক বশির মিয়া সাইকেলে ও আরোহী সবুজ মিয়ার শরীরে বিশেষ কায়দায় মোড়ানো ও ব্যাগ থেকে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল আটক করে। পরে দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২ বছর করে কারাদন্ডাদেশ দেন।