মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের আহবান করা অনির্দিস্টকালের জন্য ডাকা ধর্মঘট গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে প্রতাহার করা হয়েছে।
‘মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে ও পুলিশী হয়রাণীর প্রতিবাদে’ সোমবার উপজেলার ৮টি শাখার চালকরা ওই ধর্মঘট আহবান করে ছিলেন। টানা দেড় দিনের ধর্মঘটে জন-জীবনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়ে ছিল। ধর্মঘট প্রত্যাহারের ফলে মঙ্গলবার দুপুর থেকে জন-জীবনে পুনঃরায় সস্থি ফিরে এসেছে।
ধর্মঘট প্রত্যাহারের জন্য ‘অটোরিকশা শ্রমিক ইউনিয়ন’ উত্তর পাড় শাখার কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অটোরিকশার সবকটি শাখার নেতৃববৃন্দের সম্বন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উত্তর পাড় শাখার সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর মেম্বার, প্রবাসী আওয়ামী লীগ নেতা হুসাইন আহমদ, নূরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, উত্তর পাড় শাখার কার্যকরী সভাপতি জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কামাল বাজার শাখার সভাপতি শিপন আহমদ, সাধারণ সম্পাদক সাদেক আলী, থানা স্ট্যান্ড শাখার আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দরছ মিয়া, আল-হেরা শাখার সভাপতি আজব আলী, সাধারণ সম্পাদক নুরুজ আলী, উপজেলা পয়েন্ট শাখার যুগ্ম আহবায়ক সাইদ আলী, রহিম আলী, বৈরাগী বাজার শাখার সভাপতি শাহিনুর রহমান, সহ সম্পাদক আনোয়ার হোসেন, আমতৈল শাখার সভাপতি কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সিঙ্গেরকাছ বাজার শাখার সভাপতি ছাদ মিয়া প্রমুখ।
এদিকে মঙ্গলবার বিকেলে অটোরিকশা (সিএনজি) চালকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে অটোরিকশা চালানোর জন্য জ্বালানী হিসেবে ব্যবহৃত ‘গ্যাস’ আনতেও উপজেলার চালকদেরকে মহাসড়ক ব্যবহারের বিকল্প ব্যবস্থা নেই। জেলার ৪-৫টি উপজেলার প্রায় ১০-১২ লাখ মানুষ প্রতিনিয়তই সহযেই যাতায়াতের জন্য ওই অঞ্চলগুলোতে থাকা প্রায় ৭ হাজার অটোরিকশার (সিএনজি) নিয়মিত যাত্রী। রোগীদের সহযেই চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রেও অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহার করা হয় অটোরিকশা (সিএনজি)। ওই অটোরিকশাগুলোর উপর নির্ভরশীল প্রায় ১০-১২ হাজার চালক ও তাঁদের পরিবার এবং মালিক পক্ষ। এসব বিষয়গুলো বিবেচনা করার জন্য উদার্ত্ত আহবান করেন নেতৃবৃন্দ।