হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজে দুই যুবকের বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থীরা জানান, সোমবার সকালে বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জুটনের সঙ্গে জেকে অ্যান্ড হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্র হানির ঝগড়া হয়। এর জের ধরে দুপুরে উভয়ের পক্ষ নিয়ে দু’দল যুবক কলেজ ক্যাম্পাসে হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়।
এতে স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এ এম শাহ আলমসহ ৫ জন আহত হন। আহত শাহ আলমকে আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।