হবিগঞ্জ প্রতিনিধি : ভালবেসে বিয়ে করা স্বামীর নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর গ্রামের জিতু মিয়ার কন্যা সালমা আক্তার (২২) প্রায় ৩ বছর আগে ভালবেসে বিয়ে করে বাহুবল উপজেলার ফদ্রখোলা গ্রামের আবু মিয়ার ছেলে আহাদ মিয়াকে। বিয়ের পর থেকেই শুরু হয় তার উপর স্বামীর নির্যাতন। গতকাল সোমবার দুপুরে আহাদ তাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। স্বামীর শারীরিক নির্যাতনে অতিষ্ঠ সালমা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের অদূরে শিমুলতলা নামক স্থানে গাড়ির নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। দ্রুতগামী একটি গাড়ির নিচে ঝাঁপ দিলে গাড়িটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।